আরমেনিয়ায় “অশ্লীল” গে সিনেমা প্রদর্শণে বাঁধা

আরমানিয়ার ইয়েরেভেন এর একটি শিশুতোষ পাপেট থিয়েটারে একটি গে সিনেমা
প্রদর্শণের কথা চলছে। এর বিরুদ্ধে সেখানকার মানবাধিকার গ্রুপের চরমপন্থী
একটি অংশ আন্দোলণের ডাক দিয়েছে। গে অধিকার সচেতনতামুলক সিনেমা প্রদর্শণের
বিপক্ষে রাজধানী শহর ইয়েরেভেনে জার্মান দুতাবাসের সামনে তারা প্রতিবাদ
সমাবেশ করে।

আরমেনিয়ায় চলমান সহনশীলতা এবং বৈষম্য দূরীকরণ প্রকল্পের অংশ হিসেবে
জার্মান দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়ার চলচিত্র "পারাডা"
(প্যারেড) প্রদর্শণের পরিকল্পণা করে। সিনেমাটা মূলত গে অধিকার বিষয়ে
নির্মিত।

সার্বিয়ান পরিচালক স্রডজান ড্রাগোজেভিক পরিচালিত পারাডা সিনেমায় দেখানো
হয়েছে বেলগ্রেডে প্রথম গে প্যারেড নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরে দ্বিতীয়
প্যারেড কেমন হবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন