টুইটারে সমকামী টুইট এর জন্য সিএনএন থেকে রোল্যান্ড মার্টিন বরখাস্ত।

সুপার বোল চলার সময় টুইটারে দুটি সমকামী টুইট দেয়ার কারণে সিএনএন তার
রাজনৈতিক বিশ্লেষক রোল্য্যান্ড মার্টিনকে বরখাস্ত করেছে। ডেভিড বেকহাম
আন্ডারওয়্যার কমারর্শিয়্যাল চলার সময়ে মারটিন মন্তব্য করেন, "If a dude
at your Super Bowl party is hyped about David Beckham's H&M underwear
ad, smack the ish out of him."


ফুটবল ফ্যানদের গোলাপী পোষাক নিয়ে সে টুইটে লেখেন : "Who the hell was
that New England Patriot they just showed in a head to toe pink suit?
Oh, he needs a visit from #teamwhipdatass."
গ্লাড এই মন্তব্যের জন্য মার্টিনের শাস্তি দাবী করেন। তিনি বলেন তারা
সমকামীদের বিরুদ্ধে ভায়োলেন্স তৈরী করছেন। কিন্তু মার্টিন ভায়োলেন্স এর
কথা অস্বীকার করে বলেন, "আমি জাস্ট সসার নিয়ে একটা সাধারণ কৌতুক করেছি
মাত্র।" মার্টিন পরে অবশ্য দুঃখ প্রকাশ করেন, "আমি দুঃখ পেয়েছি যে আমার
বক্তব্য নৈতিকতার সম্মুখীন হয়েছে।"

সিএনএন মার্টিনের বক্তব্যকে "ক্ষমার অযোগ্য ও অযৌক্তিক আখ্যা দিয়ে ঘোষনা
করে, "এখন থেকে মার্টিনকে আর অন এয়ারে আনা হবে না। আমাদের প্রতিষ্ঠানের
রীতি ও মুল্যবোধকে অবমুল্যায়ণ করে এমন কোন ভাষা সহ্য করা হবেনা।"

সুত্রঃ Click This Link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন