রাইলে ম্যাথিউ মসকাটেল, বয়স ১৭, আত্মহত্যার পূর্বে সে ইন্সটাগ্রামে একটি সুইসাইড নোট লিখে রাখে, ''আই এম আ প্রিজনার অফ মাই ওন বডি - আমি আমার নিজের দেহের একজন বন্দি।'' নোটটি প্রকাশের পরে সে তার বাড়ির নিকটে অবস্থিত রেল লাইনে গিয়ে দাঁড়ায়। চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে।
চিত্রঃ রাইলে ম্যাথিউ মসকাটেল
মসকাটেলের বাড়ি পেনসিলভানিয়ার ক্রোয়ডোন শহরে। তার বন্ধুরা জানায় সে হরমোন ট্রিটমেন্টের উপর খোঁজ নেয়া শুরু করে কিন্তু ১৮ বছর বয়স না হলে এই সেবা নিতে পারবে না। এতে সে হতাশ হয়ে পড়ে। মসকাটেল মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করে কিন্তু সম্প্রতি সে জানতে পারে সে ছেলে এবং এটা জানার এক মাসের মাথায় সে আত্মহননের পথ বেছে নেয়। মস্কাটেলকে তার পরিবার সাপোর্ট দিয়েছিলো। তারা তার চুল ছোট করে ফেলতে বলে এবং ব্রেস্ট বাইন্ডার কিনে দেয়।
তবুও মসকাটেল নিজের এই পরিবর্তন মেনে নিতে পারেনি।
চিত্রঃ ইনস্টাগ্রামে প্রকাশিত মসকাটেলের সুইসাইড নোট
চিত্রঃ রাইলে ম্যাথিউ মসকাটেল
মসকাটেলের বাড়ি পেনসিলভানিয়ার ক্রোয়ডোন শহরে। তার বন্ধুরা জানায় সে হরমোন ট্রিটমেন্টের উপর খোঁজ নেয়া শুরু করে কিন্তু ১৮ বছর বয়স না হলে এই সেবা নিতে পারবে না। এতে সে হতাশ হয়ে পড়ে। মসকাটেল মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করে কিন্তু সম্প্রতি সে জানতে পারে সে ছেলে এবং এটা জানার এক মাসের মাথায় সে আত্মহননের পথ বেছে নেয়। মস্কাটেলকে তার পরিবার সাপোর্ট দিয়েছিলো। তারা তার চুল ছোট করে ফেলতে বলে এবং ব্রেস্ট বাইন্ডার কিনে দেয়।
তবুও মসকাটেল নিজের এই পরিবর্তন মেনে নিতে পারেনি।
চিত্রঃ ইনস্টাগ্রামে প্রকাশিত মসকাটেলের সুইসাইড নোট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন