ঘানায় সমকামী সন্দেহে ২১ বয়সী ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ঘানার উত্তরাঞ্চলের মামপ্রুসি জেলার ছোট্ট শহর ওয়ালেওয়ালে এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ কমান্ডার সাইমন পিটার সাংবাদিকদের জানান স্থানীয় অধিবাসীরা অভিযুক্তদের সম্পর্কে সমকামিতার সন্দেহ করে এবং মেরে ফেলার হুমকি দেয়। স্থানীয় মুসলিম শেখ মাহামুদ আল হাসান এই যুবকের মৃত্যুদন্ড ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে স্থানীয় জনগণকে ক্রুসেডে (ধর্মযুদ্ধ) সামিল হতে প্ররোচিত করছে।
ঘানার অনলাইন সংবাদ পত্র Peacefmonline.com মেয়েদের পোষাক পরা হাত কড়া লাগানো এই যুবকের ছবি প্রকাশ করেছে। ঘানা সমকামিতার অপরাধে আইন তৈরী করেছে। সমকামিতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জেল সাজা দেয়া হয়।
ঘানার অনলাইন সংবাদ পত্র Peacefmonline.com মেয়েদের পোষাক পরা হাত কড়া লাগানো এই যুবকের ছবি প্রকাশ করেছে। ঘানা সমকামিতার অপরাধে আইন তৈরী করেছে। সমকামিতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জেল সাজা দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন